Logo
×

Follow Us

জেলার খবর

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১৯:০৫

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে ইঁদুরের উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য ধানক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন কৃষক শোকর আলী (৫৮)। 

নিজের তৈরি ফাঁদেই অসাবধানতা বসত স্পৃষ্ট হয়ে প্রাণ গেল তার। 

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা গ্রামে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত মোবারক গাজীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা জানান, এশারের নামাজ শেষে ধান ক্ষেতে যেয়ে আর বাড়িতে ফেরেনি শোকর আলী। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানা ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫