
প্রতীকী ছবি
সাতক্ষীরার আশাশুনিতে সবজি খেতে ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১ অক্টোবর) রাতে উপজেলার বেগুন খালি গ্রামের একটি সবজি বাগানে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম তুষার কান্তি মন্ডল (৪০)। তিনি বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বেগুনখালি (বামন ডাঙ্গা) দুলাল চন্দ্র মন্ডলের ছেলে।
বড়দল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রসেনজিৎ মন্ডল জানান, তুষারের বাড়ির পাশে একটি সবজি বাগান রয়েছে। সম্প্রতি ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর নিধন করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তিনি। কোন কিছুতেই সমস্যার সমাধান না হলে বাড়ি থেকে বিদ্যুৎ লাইন নিয়ে সবজি বাগানে সংযোগ দিয়ে রাখেন। রাত সাড়ে আটটার দিকে নিজেই বাগান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ অধিকারী সত্যতা নিশ্চিত করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ছাড়াই শেষকৃত্য করতে অনুমতি দেওয়া হয়েছে।