Logo
×

Follow Us

জেলার খবর

ডোমারে মাদার ডেন্টাল কেয়ারকে জরিমানা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১৭:৩২

ডোমারে মাদার ডেন্টাল কেয়ারকে জরিমানা

মাদার ডেন্টাল কেয়ারকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে মাদার ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস হ্যাপি ডোমার শহরের সাহাপাড়ায় অবস্থিত মাদার ডেন্টাল কেয়ারে অভিযানে আসেন। অভিযানকালে বিচারক পরিলক্ষিত করেন, ডেন্টাল কেয়ারে চিকিৎসকের বিলবোর্ড টাঙ্গিয়ে নিজেই চিকিৎসাসেবা দিতেন ওই ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী রাসেল আহমেদ। বিচারক তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাসেল আহমেদকে সেবাগ্রহীতাদের সাথে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুল হাসান নোবেল উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে স্যানিটারি ইন্সপেক্টর আল আমীন রহমান অভিযোগ উপস্থাপন করেন। আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, নিয়মিত অভিযান পরিচালনাকালে মাদার ডেন্টাল কেয়ারে সেবা গ্রহীতাদের সাথে প্রতারণার বিষয়টি পরিলক্ষিত হওয়ায় ওই ডেন্টাল কেয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫