Logo
×

Follow Us

জেলার খবর

ব্রিজ ভেঙে দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৩৪

ব্রিজ ভেঙে দুই উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন

ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। ছবি: প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল।  এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার জনসাধারণ।

সোমবার (২ অক্টোবর) বিকেলে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ব্রিজটিতে উঠলে এটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিগত কয়েকক বছর ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, ব্রিজটি ভেঙে পড়ায় যান চলাচল করতে পারে না এবং তারা চরম দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন ব্রিজ করার দাবি জানান তারা।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই ট্রাক ওঠার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে।

এ কর্মকর্তা আরও জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য মঙ্গলবার থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫