ঝিনাইদহের উন্নয়নে এক হয়ে কাজ করার আহ্বান নাসের শাহরিয়ারের

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ২১:৪৪

ঝিনাইদহ পৌরসভা মেয়রের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি- সাম্প্রতিক দেশকাল
ঝিনাইদহ পৌরসভা মেয়রের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে আজ। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, পৌরমেয়র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
অনুষ্ঠানে নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, এ পৌরসভা আমাদের সকলের। এ পৌরসভার উন্নয়নে আমাদের সকলে মিলেই কাজ করতে হবে। শুধু পৌরসভার কাঠামোগত উন্নয়ন হলেই হবে না। সেই সাথে পৌর নাগরিকদেরও উন্নয়ন সাধন করতে হবে। বিশেষ করে যুব সমাজের দিকে নজর দিতে হবে। যেমন, সায়েন্স ফেয়ার করা যেতে পারে। যেখানে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ থাকবে। তারা তাদের মেধার বিকাশ ঘটিয়ে বিভিন্ন উদ্ভাবনী দিয়ে তাদেরকে শীর্ষে উঠানোর চেষ্টায় থাকবে। এ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আগামী সম্ভাবনা বের হয়ে আসবে।
তিনি আরও বলেন, আমাদের বাচ্চারা যারা দেশের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে জেলার ভাবমূর্তি বাড়িয়ে চলেছে। তাদেরকে অবশ্যই পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দিতে হবে। বড় আয়োজনে হবে এ সংবর্ধনা, যাতে করে অন্যরাও এ ধরনের ইভেন্টে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে।
নাসের শাহরিয়ার বলেন, ভালোর কোনও শেষ নেই। অনেক কিছুই হয়েছে, আরো হবে। কিন্তু মানের দিকে লক্ষ্য রাখতে হবে। কোন কাজ যেন শেষ করার জন্য শেষ করা না হয়। উন্নয়ন যেন চলমান থাকে। ঝিনাইদহ পৌরসভা মানুষের পাশে আছে মানুষ যেন সে বিষয়টি বুঝতে পারে।