Logo
×

Follow Us

জেলার খবর

ভ্যান-অটোরিকশা সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০৮

ভ্যান-অটোরিকশা সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত কৃষকলীগ নেতা শরীফ উদ্দিন। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ শহরে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এই ঘটনা ঘটে।

নিহত শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। শরীফ উদ্দিন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ কামাল আকন্দ বলেন, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯ টার দিকে অটোরিকশা যোগে মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫