Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১৪:৫৫

বরিশালে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

বরিশালের বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলায় এক টিউবওয়েল শ্রমিককে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে একমাস কের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া একজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা এই দণ্ডাদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল বয়াতী (৩২) বরগুনার বুড়িরচর ইউনিয়নের আব্দুস সালাম হাওলাদারের ছেলে। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- বরগুনার বুড়িরচর ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে শাহীন বয়াতী (৩১) এবং অপরজন একই এলাকার ইদ্রিস হাওলাদার (৩০)।

এদের মধ্যে রায় ঘোষণার সময় ইদ্রিস হাওলাদার পলাতক ছিলেন। এছাড়া খালাসপ্রাপ্ত সৈয়দ মৃধাও আদালতে উপস্থিত ছিলেন। তিনিও বরগুনার বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথির বরাতে তিনি জানান, অভিযুক্তরা সবাই টিউবওয়েল শ্রমিক। ২০১৯ সালের মার্চ মাসে ঘটনার সময় বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের বালিগ্রামে শহিদুল ইসলামের বাড়িতে টিউবওয়েল স্থাপন কাজ করছিলেন।

ওই সময় ৫ মার্চ গভীর রাতে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের ছেলে প্রিন্স হাওলাদার ওরফে তোতাকে বাড়ি ফেরার পথে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ও মোবাইল এবং টাকা ছিনতাই করে। পরে লাশ স্থানীয় স্থানীয় ইউসুফ হাওলাদারের চায়ের দোকানের পেছনে ফেলে চলে যায়।

এদিকে ওই রাতেই শহিদুল ইসলামের বাড়ির উঠনে ছিনতাইয়ের মালামাল ভাগবাটোয়ারা নিয়ে মারামারিতে জড়ায় অভিযুক্ত টিউবওয়েল শ্রমিকেরা। এসময় শহিদুল ইসলাম তাদের ধরে ফেলে এবং একপর্যায় প্রিন্সকে হত্যার কথা স্বীকার করে অভিযুক্তরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনায় পরদিন ৬ মার্চ প্রিন্সের লাশ উদ্ধার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। একইদিন নিহতের বাবা বালিগ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বাদী হয়ে আটক চারজনসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় ২০২০ সালের ৩১ জুলাই বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক নকিব আকরাম হোসেন চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৩ জন সাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন ও অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ না মেলায় একজনকে মামলা থেকে খালাস দিয়েছেন।

আদালতে সরকার পক্ষের আইনজীবী (পিপি) সৈয়দ ওবায়দুল্লাহ সাজু বলেন, ‘আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রায়ে বাদীর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫