Logo
×

Follow Us

জেলার খবর

স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ২০:২০

স্কুলে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

লাশ উদ্ধার কাজে পুলিশ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় স্কুলে পরীক্ষা দেওয়ার যাওয়ার পথে রাফিয়া সুলতানা রিয়া (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরের উপজেলার বাটাজোড় এলাকায় ঘটনা ঘটে।

নিহত রাফিয়া সুলতানা রিয়া ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি বাটাজোড় বিএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আনুমানিক এক বছর আগে নিহত রাফিয়া সুলতানা রিয়ার সাথে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বগার বাইত এলাকার মানিক মিয়ার ছেলে রিপনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে রিপন সৌদি আরবে চলে যান। বর্তমানে সৌদি আরবে রয়েছেন। গত ৬ মাস আগে রিয়া তার বাবার বাড়িতে চলে আসেন। তখন থেকে রিয়া তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন সকালে প্রাইভেট থেকে বাড়ি ফেরেন রিয়া। বাড়ি ফিরে আবারো দুপুর ১২ টার দিকে পরীক্ষা দিতে স্কুলে যান। স্কুলে যাওয়ার পথে বাটাজোড় বাজার এলাকায় রাস্তার পাশে আখ থেকে মুখ বাধা একজন বেরিয়ে রিয়াকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাফিয়া সুলতানার বাবা আব্দুর রশিদ বলেন, কে বা কারা মেরেছে তা জানা নেই। এ ঘটনা যারাই করে থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

ওসি বলেন, কে বা কারা কুপিয়েছে, তা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ বলেন, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করাসহ অপরাধী যেন দ্রুত গ্রেপ্তার হয়, সে ব্যাপারে চেষ্টা চলছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ নিহতের দাফন সম্পন্ন করার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫