Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে বাসচাপায় সড়কে ঝরল ৪ প্রাণ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৩

ময়মনসিংহে বাসচাপায় সড়কে ঝরল ৪ প্রাণ

ময়মনসিংহ জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে বাসের চাপায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে সাইড নিয়ে যাত্রীদের বাসে উঠাচ্ছিল। এসময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে ওই বাসকে ধাক্কা দিলে যাত্রীদের ওপর উঠে পড়ে, এতে করে ঘটনাস্বাথলেই বাসের চাপায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। আহত ১০জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫