
রাঙ্গামাটি জেলার মানচিত্র
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে একটি বুনো হাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মতিপাড়া কাঠালতলী এলাকায় হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা বলেন, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি। তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারিনি।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। হাতিটির বয়স অনেক বেশি। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে।
রেঞ্জ অফিসার জাহিদুল জানান, এ বিষয়ে বন বিভাগ চন্দ্রঘোনা থানায় জিডি করবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছে সেখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হবে।
এর আগে, ২০১৫ সালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইটি বুনো হাতি মারা গিয়েছিল।