Logo
×

Follow Us

জেলার খবর

মাদারীপুরে পরিবহন সংগঠনের কর্মবিরতির ঘোষণা

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১৬:০২

মাদারীপুরে পরিবহন সংগঠনের কর্মবিরতির ঘোষণা

মাদারীপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংবাদিক সম্মেলন। ছবি: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার ৫টি পরিবহন সংগঠনের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মাদারীপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাদারীপুর জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের হল রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় তারা জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, থ্রি হুইলার, ইঞ্জিন চালিত ভ্যান, মাহিন্দ্র, নসিমন ও করিমন সহ সকল অবৈধ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাসহ সর্বমোট ৬টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।

এসময় তারা জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, থ্রি হুইলার, ইঞ্জিনয়ান চালিত ভ্যান, মাহিন্দ্র, নসিমন ও করিমনসহ সকল অবৈধ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাসহ সর্বমোট ৬টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই সময় তারা বলেন, সকল দাবি মেনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ১৮ অক্টোবর বুধবার ভোর ৬টা থেকে সমগ্র মাদারীপুর জেলায় অনির্দিষ্ট কালের জন্য  পরিবহন কর্মবিরতি শুরু করা হবে।

এছাড়া কর্মবিরতি চলাচলকালিন সময়ে জনসাধারণের ভোগান্তির জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ি থাকবে। 

সংবাদ সম্মেলনে অংশ নেওয় মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর, সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫