Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়া ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৪১

পুঠিয়া ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝরের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে ইউএনও পরিচয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।

একটি প্রতারক চক্র গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে পুঠিয়া ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ইউএনও স্যার বিষয়টি আমাদের অবগত করেছেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে এই প্রতারক চক্রকে ধরার চেষ্টা করছি। 

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর বলেন, বৃহস্পতিবার থেকে আমার সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করে একটি চক্র নগদ/ বিকাশে টাকা চাচ্ছে। এ ব্যাপারে সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫