নেত্রকোণায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১৭:১৩

গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং এক সিএনজি আটক করেছে পুলিশ।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. মুন্তাজ আলীর নেতৃত্বে বারহাট্টার গেরিয়া মোড়ে গতকাল রবিবার (১৫ অক্টোবর) বিকালে অভিযান চালিয়ে মোহনগঞ্জ হতে আসা একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করে ৩টি স্কুল ব্যাগে রাখা মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী মো. মোখলেছুর রহমানকে (২৮) আটক করে। আটককৃত মোখলেছ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। এসময় গাঁজা বহনকারী সিএনজিটি জব্দ করা হয়।
এ ব্যাপারে এসআই মুন্তাজ আলী বাদী হয়ে আটককৃত মোখলেছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।