শেরপুরে শিক্ষার্থীদের মাঝে প্রাইজমানি বিতরণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৭:৫৪

প্রণোদনার প্রাইজমানি বিতরণ করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। ছবি: শেরপুর প্রতিনিধি
সেরা-২০ এর প্রাইজমানি প্রাপ্ত শিশু শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আগামীতে আরো ভালো ফলাফলের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।
আজ শুক্রবার (২০ অক্টোবর) তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে নিজের নামে বরাদ্দকৃত টিআর কাবিটার অর্থে ক্লাসের সেরা-২০ এর শিশু শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার প্রাইজমানি বিতরণকালে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
তিনি বলেন, আপনাদের বাচ্চারা যারা এ প্রাইজমানি পেয়েছে তারা যেন আগামীতে আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য আপনারা উৎসাহিত করবেন। সবাই মিলে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলবেন।
মতিয়া চৌধুরী বলেন, আমরা যা বরাদ্দ পাই তা পাই পাই করে আপনাদের মাঝে বণ্টনের চেষ্টা করি। দিতে আরো ইচ্ছে করে। কিন্তু এর বাইরে যদি দিতে যাই তবে জনগণের উপর চাপ পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, আছমত আরা আছমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সদস্য সরকার গোলাম ফারুক প্রমুখ।