Logo
×

Follow Us

জেলার খবর

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরণ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ১৭:৪২

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান বিতরণ

আর্থিক অনুদান বিতরণ করছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২২ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের প্রাঙ্গণে আর্থিক অনুদান বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী।

এসময় ২টি মানবিক সংগঠন, চিকিৎসার জন্য ছয়জন অসচ্ছল রোগী ও ১৫টি দুর্গা পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। 

বিতরণকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রামের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসানসহ সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫