Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৮:২৭

বরিশালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার চাটরা এলাকার বাদল খানের ছেলে মুছা খান (২১), একই এলাকার নূর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), মৃত আব্দুল আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০) এবং পার্শ্ববর্তী পশ্চিম সারসী এলাকার জালাল সিকদারের ছেলে সাগর সিকদার (২৩)।

আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর পলিটেকনিক রোডে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ২০ অক্টোবর গভীর রাতে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।’

সংঘবদ্ধ ডাকাত দল ওই বাড়ি থেকে নগদ এক লাখ ৩৮ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার মোবাইল ফোনসহ সর্বমোট ১২ লাখ ২৬ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকার দল।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। এর প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ, বাকেরগঞ্জ থানা এবং সারসী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।

পরে তাদের বাড়ি থেকে বুধবার সকালে একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, একজোড়া কানের রিং, নগদ ২৪ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেঞ্জ, একটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫