আশুলিয়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩

আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৮:৪৬

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি: আশুলিয়া প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এই চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
আজ বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. আমিনুল ইসলাম (৪৫), ফরিদপুরের মো. শামীম হোসেন (৪৫) ও ঢাজার মো. কাহিরুল ইসলাম খাইরুল (৪৫)।
র্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।