Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ২৩:৪০

টেকনাফে বিদেশি সিগারেটসহ পাচারকারী আটক

আটককৃত মিজানুর রহমান। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ড্রামট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় মিজান নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। 

আজ বুধবার (২৫ অক্টোবর) সকালের দিকে হোয়াইক্যং কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। 

আটক মিজানুর রহমান (২০)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের মো. ইউনুসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কায়ুম উদ্দিন চৌধুরী। 

তিনি জানান, ড্রামট্রাক তল্লাশি করে গাড়ির ভিতর রাখা পাঁচটি বক্সে ২৫০ কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বিদেশি সিগারেট ও পরিবহনের কাজে ব্যবহৃত অনটেস্ট ড্রামট্রাকটি জব্দ করা হয়। এসময় ড্রামট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। জব্দকৃত সিগারেট ও ড্রামট্রাকসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫