Logo
×

Follow Us

জেলার খবর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‍্যাবের তল্লাশি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১৭:০৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‍্যাবের তল্লাশি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে র‌্যাব। ছবি: গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের সালনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়েছে র‌্যাব। আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে যেন কোন ধরনের নাশকতা, সন্ত্রাসী হামলা ও অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ চেকপোস্ট বসিয়েছে র‌্যাব। 

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ঢাকামুখী সব ধরণের গণপরিবহনে তল্লাশি অভিযান পরিচালনা করছে। সড়কে ও মহাসড়কে যাতে দেশের সাধারণ জনগণ নিশ্চিন্তে তাদের দৈনন্দিন কার্যক্রম করতে পারে সেজন্য র‌্যাব চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। যাতে বাহির থেকে নাশকতা করার কোন ধরনের বস্তু বা ধাতু নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।


র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, কোন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে না। গাজীপুরের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার অংশ হিসেবে রুটিন মাফিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫