Logo
×

Follow Us

জেলার খবর

হরতালের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী লীগ কঠোর অবস্থানে

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১৭:১৮

হরতালের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী লীগ কঠোর অবস্থানে

বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ জানায় পাবনা জেলা আওয়ামী লীগ। ছবি: পাবনা প্রতিনিধি

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার (২৯ অক্টোবর)  রাষ্ট্রপতির পুত্র আরশাদ আদনান রনির নির্দেশে পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান দোলন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টির নেতৃত্বে বিএনপি ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ জানানো হয়। 

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পাবনা জেলা পুলিশ। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। এদিকে সকাল থেকেই  অনেকটা ফাঁকা দেখা গেছে পাবনা বাসটার্মিনাল এলাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়েছে। দীর্ঘ অপেক্ষার পরে বাস সিএনজি অটোরিকশা না পেয়ে অফিসমুখী ও কর্মজীবীদের একটু বেগ পেতে হয়েছে।

সরেজমিনে পাবনার বাস টার্মিনাল এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহণ কম। সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা নিজেদের প্রয়োজনে গাড়ি রিজার্ভ করে গন্তব্যে ছুটছে। বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাবনা পুলিশ সুপার আকবর আল মুন্সি। তিনি বলেছেন, স্বাধীন চলাফেরায় কাউকে বাধা প্রদান করতে দেওয়া হবে না। 

অন্যদিকে পাবনা বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এমনকি জেলা বিএনপির অফিস বন্ধ রয়েছে। 

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. তসলিম হাসান খান সুইট জানান, সাধারণ জনগণের দাবি আদায় নিয়ে বিএনপি শান্তিপূর্ণভাবে আজকে হরতাল পালন করছেন। তবে অধিকাংশ বিএনপি নেতাকর্মীরাই ঢাকায় রয়েছেন। কেন মাঠে নেই জানতে চাইলে তিনি বলেন, ঢাকায় জাতীয় প্রোগ্রাম থাকার কারণে ও পাবনায় সদর উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশের গণ গ্রেপ্তারের কারণে এবং কেন্দ্রীয় নির্দেশনা আর অপেক্ষায় রয়েছেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫