সড়কের পাশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১৬:৩৬

রকিবুল ইসলাম সিফাত। ছবি: সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে রাকিবুল হাসান সিফাত নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে রকিবুল ইসলাম সিফাত (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
সিফাত বগুড়া পৌরসভার সেউজগাড়ি রেল কলোনির ফজলুল হক আকন্দের ছেলে। তিনি শাবিপ্রবির পার্শ্ববর্তী কালিবাড়ি এলাকায় একটি মেসে থাকতেন।
পুলিশ জানায়, সিফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সালুটিকর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এসময় সিফাত ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় শাবি শিক্ষার্থীর মোটরসাইকেলের সামনের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।