Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে একদিনে ৪ থানার ওসি বদলি

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ২১:৫২

গাজীপুরে একদিনে ৪ থানার ওসি বদলি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি-সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। এছাড়াও আরেক ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) জিএমপি কমিশনার মো. মাহবুব আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মো. মাহবুব আলম  জানান, জিএমপির চার ওসিকে বদলি করা হয়েছে।

জিএমপি সূত্রে জানা গেছে, বাসন থানার ওসি আবু সিদ্দিককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

পূবাইল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলামকে গোয়েন্দা (উত্তর) বিভাগে পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলমকে গাছা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেনকে।

পূবাইল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক কামরুজ্জামান এবং গাছা থানার ওসি ইব্রাহিম হোসেনকে বদলি করা হয়েছে বাসন থানার ওসি হিসেবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫