বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ২০:০৫

মৃত আশরাফুল ইসলাম। ছবি: জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন।
আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আশরাফুল ইসলাম উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর বগারচর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আশরাফুল সোমবার দুপুর ২টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন—‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপির জন্য’। এরপর বিকেলে বাড়ির পাশে বেগুনক্ষেতে গিয়ে তিনি বিষপান করেন।
বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা ৬টার দিকে আশরাফুল ইসলাম মারা যান।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. সোহেল রানা জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যুবকের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।