Logo
×

Follow Us

জেলার খবর

ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১৪:১৮

ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

বিক্ষোভরত শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরপর নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার সকাল থেকে চান্দনা চৌরাস্তায় লিবাস নিটওয়্যার, হাসান তানভীর ফ্যাশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিক অবরোধের কারণে সড়কে প্রায় এক ঘণটা যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় ওই এলাকার কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়াও গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক নিহতের ঘটনার পর থেকে ইসলাম গ্রুপের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আশপাশের সকল কারখানা ছুটি ঘোষণা করায় কোনাবাড়ি এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

জিএমপি উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান জানান, সকালে কিছু সংখ্যক শ্রকিক চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে আপাতত পরিবেশ শান্ত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫