Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে ৪ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১৯:২১

গাজীপুরে ৪ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

সড়কে পোশাক শ্রমিকরা। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পুলিশের একটি গাড়ি ভাংচুরের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করে কারগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত ১১ জনকে আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- আজিজুল হক (২৬) মো রনি (২৮), ফেরদৌস আলম (৩৫), নুর আলম (৩০), হেলাল (২৬), ওবায়দুল্লাহ খান (২০), মো. হানিফ (২১), মাসুদ রানা (৪৭), আসাদুজ্জামান আসাদ (২০), আবু সাঈদ (২৩), মো. খলিল (৩৫), পাপন আলীসহ (২৫) অজ্ঞাত আরো ৪ হাজার জন। 

মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বৃহস্পতিবার বিকেলে কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে তুসুকা কারখানার ভেতর শ্রমিকরা ব্যাপক ভাংচুর করে। এসময় ওই কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবাই বিভিন্ন কারখানার শ্রমিক। পরে এ ঘটনায় বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ৩/৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থাকা সিসি টিভি ফুটেজ ও ভিডিও সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫