Logo
×

Follow Us

জেলার খবর

১৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জাকিরের

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৮:০১

১৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জাকিরের

ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকির হোসেনকে (৩৫) দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

জাকির হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের মো. আবেদ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঘটনার মামলা সূত্রে র‌্যাব জানায়, ২০০৪ সালের ২৬ নভেম্বর শুক্রবার বিকেলে ধর্ষিতা শিশুটি তার বাবার খোঁজে বাড়ির পশ্চিম পাশে মহারশি নদীর ধারে যান। বাবাকে না পেয়ে বাড়িতে ফিরছিলেন শিশুটি। 

এমন সময় একই গ্রামের মো. আবেদ আলীর ছেলে আসামি জাকির হোসেন ওই শিশুটিকে নদীর ধারে ধর্ষণ করেন।

এসময় শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি জাকির হোসেন দ্রুত পালিয়া যান। পরে স্থানীয় লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পরে শিশুটির বাবা বাদী হয়ে ২৮ নভেম্বর ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এরপর ২০০৯ সালের ৮ অক্টোবর বিজ্ঞ জেলা ও দায়রা জজ ট্রাইব্যুনাল-২ আসামি জাকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। গত ১৯ বছর ধরে পলাতক ছিলেন আসামি জাকির হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫