Logo
×

Follow Us

জেলার খবর

‘ফরমায়েশি’ রায়ের অভিযোগে রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১৯:৩৬

‘ফরমায়েশি’ রায়ের অভিযোগে রাঙ্গামাটিতে যুবদলের বিক্ষোভ

যুবদলের বিক্ষোভ। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

বিএনপির সপ্তম দফায় ডাকা অবরোধের সমর্থন ও কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুর বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায়ের অভিযোগে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। 

আজ শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবাশীষনগর এলাকায় গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।

মিছিলে কেন্দ্রীয় যুবদলের উপ-জাতি বিষয়ক ও জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহসভাপতি আব্দুল মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিন, সদর থানা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫