Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে শ্যালককে বাঁচাতে গিয়ে দুলাভাইয়ের মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ২০:০২

শেরপুরে শ্যালককে বাঁচাতে গিয়ে দুলাভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন- শ্যালক খোকা মিয়া (৪০) ও দুলাভাই তোফাজ্জল হোসেন (৫০)।

আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে শেরপুরের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শ্যালক খোকা ওই গ্রামের মিরাজ উদ্দিন এবং দুলাভাই হাবিল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শ্যালক খোকা মিয়া তার শ্যালো মেশিনের বৈদ্যুতিক মোটর ঠিক করতে গেলে খোকা মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন দুলাভাই তোফাজ্জল হোসেন। পরে শ্যালকের সাথে দুলাভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনেরই মৃত্যু হয়।

পরে বাড়ির অন্য সদস্যরা তাদের উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুনুর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫