-6565ef95c4d1c.jpeg)
গ্রেপ্তারকৃত উপজেলা কৃষক দলের সভাপতি। ছবি: বরিশাল প্রতিনিধি
বরিশালে রাষ্ট্রদ্রোহ মামলায় বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। জাহাঙ্গীর বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার মৃত সেকেন্দার বিশ্বাসের ছেলে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তথ্য নিশ্চিত করে র্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে গত ৫ নভেম্বর রাত আড়াইটার দিকে জাহাঙ্গীর বিশ্বাসসহ ৯০-৯৫ জন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ করে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির পাশাপাশি বিশৃঙ্খলা এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ভাঙচুর করে তারা। এছাড়াও জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছিল।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় পুলিশ বাদী দয়ে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত জাহাঙ্গীর বিশ্বাস দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।