Logo
×

Follow Us

জেলার খবর

বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১৯:৫৪

বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

শামসুল আলম চুন্নু। ছবি: বরিশাল প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি চুন্নু নিজেই নিশ্চিত করেছেন। চুন্নু বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তিনি বলেন, আমি মনে করি উপজেলা পর্যায়ে আমার জনপ্রিয়তা রয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে আমার বিজয়ের বিষয়েও আমি আশাবাদী। আর তাই সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি।

তিনি আরও বলেন, আমি নিজেই ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। বুধবার সকালে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় করবো। এছাড়া বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান তিনি।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার টানা তিনবারের উপজেলা চেয়ারম্যান চুন্নু। ইতিপূর্বে নিজ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মাননাও পেয়েছেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন চুন্নু। তবে এ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর (অব.) হাফিজ মল্লিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫