Logo
×

Follow Us

জেলার খবর

রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল ওয়াদুদ

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ১৬:০২

রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল ওয়াদুদ

আব্দুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ছবি: পুঠিয়া প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম নূর হোসেন নির্ঝরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জামা দিয়ে আব্দুল ওয়াদুদ দারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো নৌকার মনোনয়ন দিয়েছেন। আজ মনোনয়পত্র জমা দিলাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করবো। বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়ন সংগ্রহ করছে। আমরা চাই, সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে। পুঠিয়া-দুর্গাপুরের সকল মানুষ নৌকার সঙ্গে রয়েছে। ইনশাআল্লাহ নির্বাচনে নৌকা বিজয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মৌসুমি রহমান, উপজেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ. ম জাহাঙ্গীর আলম জুয়েলসহ আরও নেতৃবৃন্দ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫