
আওয়ামী লীগের কার্যালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত চেয়ার। ছবি: নাটোর প্রতিনিধি
নাটোর শহরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।
আজ রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এসময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।