Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৩

বরিশালের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি: বরিশাল প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

আজ রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম।

এছাড়া বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথসহ সাতজনের মনোনয়নপত্রের ওপর শুনানি শেষে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

বাতিলকৃত ছয় প্রার্থী হলেন- বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ খান জামান। তিনি হলফনামা এবং দলীয় মনোনয়নপত্র দাখিল করেননি।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও জাতীয় পার্টি- জেপির প্রার্থী আলবার্ট বাড়ৈ। এদের মধ্যে মিরাজ হোসেন রিন খেলাপি ও আলবার্ট বাড়ৈয়ের দলীয় মনোনয়নপত্রে প্রার্থীর নাম উল্লেখ না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিঞা, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা তিনজনেই মোট ভোটারের এক শতাংশ ভোটারের তালিকায় স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে আপত্তি দেয় ভ্যাট অফিস। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

তাছাড়া বরিশাল সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্রে আমেরিকায় তার স্ত্রীর নামে একটি বাড়ি আছে। সে বিষয়টি হলফনামায় উল্লেখ আছে কি-না তা জানতে চেয়ে অভিযোগ দাখিল করা হয়।

এছাড়া অপেক্ষমাণ সাত প্রার্থী হলেন- বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মি আহমেদ, স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু ও একই দলের মো. আসাদুজ্জামান।

বরিশারের বাকেরগঞ্জ আসন থেকে অপেক্ষমাণ রয়েছে বাংলাদেশ কংগ্রেসের মাঈনুল ইসলাম ও একই দলের হুমায়ুন কবির।

এছাড়া বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ৯ জন ও বরিশাল সদর-৫ আসনের ৮ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছর রিটার্নিং কর্মকর্তা।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, যাচাই বাছাইতে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ও সাতজনের মনোনয়নপত্র অপেক্ষমাণ রাখা হয়েছে। পরবর্তীতে সাতজনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫