Logo
×

Follow Us

জেলার খবর

নেত্রকোণায় ৭ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৭

নেত্রকোণায় ৭ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

মো. আনারুল ইসলাম। ছবি: সাম্প্রতিক দেশকাল

নেত্রকোণার পূর্বধলায় ৭ কেজি গাঁজাসহ মো. আনারুল ইসলাম (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১০ ডিসেম্বর) পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক আনারুল পূর্বধলা উপজেলা কান্দুলিয়া গ্রামের তারা মিয়ার ছেলে।

ওসি রাশেদুল জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী জ্যোতি মিরা বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাত কেজি গাঁজাসহ আনারুলকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আজ দুপুরে আনারুলকে নেত্রকোণা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫