Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে ওসি পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৩

নাটোরে ওসি পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবক। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদের পরিচয় এক ব্যক্তির কাছে টাকা দাবি করায় সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার অমৃতপাড়া গ্রাম তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

গ্রেপ্তার সোহেল রানা (২৬) উপজেলার একই এলাকার চাদের আলীর ছেলে।

লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, আমার ফেসবুক প্রোফাইল ব্যবহার করে উপজেলার অমৃতপাড়া এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে প্রতারক টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি লালপুর থানার কর্মকর্তা ওসিকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে। 

ওসি আরো জানান, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিকে নাটোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫