বরিশালে ছয় কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫

মো. রমজান আলী। ছবি: সাম্প্রতিক দেশকাল
বরিশালে ছয় কেজি গাঁজাসহ মো. রমজান আলী (৫৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউয়ারসার সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়।
রমজান ব্রাহ্মমবাড়িয়ার কসবা উপজেলার কুইয়াপানিয়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রমজান গাঁজার চালান নিয়ে বরিশালে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।