Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে ছয় কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৫

বরিশালে ছয় কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

মো. রমজান আলী। ছবি: সাম্প্রতিক দেশকাল

বরিশালে ছয় কেজি গাঁজাসহ মো. রমজান আলী (৫৪) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া ৬টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউয়ারসার সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়।

রমজান ব্রাহ্মমবাড়িয়ার কসবা উপজেলার কুইয়াপানিয়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রমজান গাঁজার চালান নিয়ে বরিশালে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫