
বিএনপি নেতা মনিরুল ইসলাম। ছবি- সাম্প্রতিক দেশকাল
রাজশাহীর কারাগারে থাকা মনিরুল ইসলাম নামে এক বিএনপি নেতা মারা গেছেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে কোন এক সময় তার মৃত্যু হয়েছে।
মৃত মনিরুলের বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভায়। তিনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। আমরা নিহত মনিরুলের মৃত্যুর যথাযথ কারণ অনুসন্ধানে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।
রাজশাহী কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে গত ৭ নভেম্বর থেকে কারাগারে ছিলেন মনিরুল ইসলাম। সোমবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকাল ১০টা ২৫ মিনিটে তাকে রামেকে পাঠানো হয়, বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, মনিরুলকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়াগুলো পুলিশ দেখছে।