Logo
×

Follow Us

জেলার খবর

পেটের ভিতর হেরোইন পাচারকালে গ্রেপ্তার ১

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ২০:০৫

পেটের ভিতর হেরোইন পাচারকালে গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত মো. টুটুল। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহনকালে মো. টুটুল (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে আশুলিয়ার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করেন। 

র‍্যাব জানায়, গতকাল সোমবার (১১ ডিসেম্বর) রাতে র‍্যাব-৪ এর একটি দল ঢাকা আশুলিয়ার নবীনগর এলাকা থেকে অভিনব কায়দায় পেটের ভিতর ১০৭ গ্রাম হেরোইন বহনকালে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. টুটুল চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বেশ কিছুদিন যাবৎ অভিনব কায়দায় পেটের ভিতর হেরোইন বহন করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫