ঝিনাইদহে লতিফ জাহেদীর ঘরোয়া মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:২৮

এম. এ. লতিফ জাহেদী প্রজ্জ্বল। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে এক ঘরোয়া মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ছোট ভাই এম. এ. লতিফ জাহেদী প্রজ্জ্বল।
মতবিনিময় সভায় লতিফ জাহেদী প্রজ্জ্বল বলেন, নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমরা কোন দলের বিরুদ্ধে নির্বাচন করছি না। আমরা ঝিনাইদহ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে এসেছি।
প্রজ্জ্বল আরও বলেন, নাসের শাহরিয়ার জাহেদী যদি আগামী নির্বাচনে জয়ী হতে পারেন তবে সামনে যে ব্যাপক উন্নয়ন হবে তা তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর-হরিণাকুন্ডর মানুষ ভাবতেও পারবে না।
তিনি বলেন, আপনারা জানেন নাসের শাহরিয়ার জাহেদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সুতরাং, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ নই। দল স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করতে অনুমতি দিয়েছে। সে কারণেই আমরা নির্বাচনে এসেছি। আশা করছি মানুষ আমাদের ইতিবাচকভাবেই গ্রহণ করবে।
নাসের শাহরিয়ার জাহেদী সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও মন্তব্য করেন এম. এ. লতিফ জাহেদী প্রজ্জ্বল।
এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হিরনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।