Logo
×

Follow Us

জেলার খবর

গদখালীতে ১০০ কোটি টাকার ফুল বিক্রির আশা

Icon

নজরুল ইসলাম, বেনাপোল

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৬:০১

গদখালীতে ১০০ কোটি টাকার ফুল বিক্রির আশা

ফুল বিক্রির পরিমাণ বেড়েছে। ছবি: বেনাপোল প্রতিনিধি

ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর চাষিরা চলতি মৌসুমে বিভিন্ন দিবস ঘিরে অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন। তারপরেও এবার গতবারের তুলনায় ভালো বিক্রি হবে বলে মনে করছেন তারা। তাছাড়া পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় এবার ফুল বিক্রির পরিমাণ হঠাৎ করেই বেড়েছে বলে জানান ফুলচাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গদখালীর পানিসারায় বিস্তীর্ণ মাঠে শুধু ফুল আর ফুল। করোনার টানা প্রায় তিন বছরের মন্দাভাব কাটিয়ে উঠে সাধ্যমত ফুল চাষ করেছেন ফুল চাষিরা। গদখালির উৎপাদিত ফুল কেনা-বেচা হচ্ছে উচ্চ মূল্যে।

চাষিরা জানান, অন্যান্য বছরে ফুল চাষের উপযুক্ত সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফুল চাষ বাধাগ্রস্ত হয়ে থাকে। যদিও এবার আবহাওয়া অনেকটা চাষের অনুকূলে। গত কয়েক মাস ধরে চাষিদের পরিশ্রমে মাঠের পর মাঠ শুধু গোলাপ, জারবেরা, গাঁদা, রজনীগন্ধাসহ নানা ধরনের ফুলের সমারোহ।

গদখালীর ফুল বাজার ঘুরে দেখা যায়, প্রতি পিস গোলাপ ৫ থেকে ৯ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৮ টাকা, জারবেরা ১০ থেকে ১২ টাকা, রজনীগন্ধা ৩ থেকে ৬ টাকা, ১০০ পিস চন্দ্রমল্লিকা ৪০০ টাকা, এক হাজার গাঁদা ফুল ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ফুল চাষি মোহর জানান, তিনি ২ বিঘা জমিতে গোলাপ ফুল, ১৫ শতাংশ জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেন।চারা রোপণ থেকে গাছে ফুল আস পর্যন্ত বিঘাপ্রতি তার খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। খরচ বাদে তার এবছর প্রায় দেড় লাখ টাকা লাভ হবে বলে আশাবাদী তিনি।


চাষিরা আরো জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছর গদখালীর ফুল চাষিরা রেকর্ড পরিমাণ টাকার ফুল বিক্রি ও বাজারজাত করতে পারবেন তারা।

ফুলের পাইকারি বিক্রেতা মো. কামাল হোসেন জানান, বিজয় দিবসের কারণে ফুলের দাম বাড়তি। তবে সামনে নতুন বছরের বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা ও দাম দুটোই বাড়বে বলে আশা করি। অন্যান্য বছরের তুলনায় এ বছর আগেভাগেই বাজারে ফুল উঠতে শুরু করেছে। দিন যত যাবে ততই বাড়বে ফুলের চাহিদা। দেশের অন্যান্য বাজারে এখনো ফুল তোলার সময় আসেনি। বিশেষ করে গদখালীতে আগেভাগেই ফুলের সরবরাহ শুরু হয়েছে। ফলে এখান থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

তিনি আরো জানান, গত নভেম্বর মাস ও চলতি মাস জুড়ে হরতাল অবরোধের কারণে ফুল চাষিরা ভালো দাম পাননি। দেশের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ ও পরিবহনে দ্বিগুণ অর্থ গুণতে হয়েছে তাদের।

এ বিষয়ে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, এ বছর প্রত্যাশার চেয়েও বেশি ফুল চাষ হয়েছে গদখালীতে।দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ফুল বাইরের জেলাগুলোতে পাঠাতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন অনুষ্ঠান ঘিরে গদখালী থেকে অন্তত ১০০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশাবাদী তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫