Logo
×

Follow Us

জেলার খবর

জয়পুরহাটে ট্রেনের বগিতে আগুন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১১

জয়পুরহাটে ট্রেনের বগিতে আগুন

জয়পুরহাট স্টেশন দাঁড়িয়ে থাকা যাত্রীরা দ্রুত 'উত্তরা এক্সপ্রেস' মেইল ট্রেনের আগুন নিভিয়ে ফেলেন। ছবি: জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস মেইলের  চলন্ত  ট্রেনের একটি  বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট স্টেশন এলাকায়  এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী 'উত্তরা এক্সপ্রেস' মেইল  ট্রেন  জয়পুরহাট স্টেশন পৌঁছানো মাত্র একটি  বগিতে আগুন দেখে স্টেশনে প্লাটফর্মে থাকা যাত্রীরা। 

পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আগ মুহুর্তে ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫