পঞ্চগড়ে ২০০ পিস ট্যাপেণ্ডাটলসহ গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১

বোদা থানা, পঞ্চগড়। ফাইল ছবি
পঞ্চগড়ে ২০০ পিস ট্যাপেণ্ডাটলসহ সবুজ আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার বড়শশী ইউনিয়নের আরাজি মারিয়া সরকার পাড়া জামে মসজিদের সামনের এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।
সবুজ বোদা থানার সামের ডাঙ্গা এলাকার তোতা মিয়ার ছেলে।
বোদা থানা পুলিশের একটি সূত্র জানায়, বোদা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সবুজের দেহ তল্লাশী করে ২০০ পিস ট্যাপেণ্ডাটল জব্দ করে।
বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনা নিশ্চিত করে জানান, এই ঘটনায় বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।