ঝিনাইদহে ৪টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫

নির্বাচন কমিশন। ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে ৪টি আসন ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ তারা বিভিন্ন সময়ে স্বশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে হাজির হয়ে তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এস. এম. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ঝিনাইদহ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান টিপু ও জাকের পার্টির বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ জেলার চারটি আসন থেকে মোট ৩৪ জন মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দিয়েছিলেন। এরমধ্যে গত ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষ করে ৭ জনের মনোনয়ন বাতিল হয়। বৈধ বলে মনোনীত হন ২৭ জন। এরপর আজ ৩ জন প্রত্যাহার করে নেওয়ায় মোট ২৪ জন প্রার্থী সামনের ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন।