
বোদা থানা, পঞ্চগড়। ফাইল ছবি
পঞ্চগড়ের বোদায় ৫০০ গ্রাম গাঁজাসহ রুমান ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের সামনে বোদা-পঞ্চগড়গামী সড়ক থেকে রুমানকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
রুমান একই উপজেলার যতনপুকুরি এলাকার বাবুল ইসলামের ছেলে।
বোদা থানার এস আই মো. আব্দুর রাজ্জাক এবং এসআই মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, এই ঘটনায় বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।