Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:২১

নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

খাদে পড়ে ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের ডালসড়ক এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এসময় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কে ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তার বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও  ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫