Logo
×

Follow Us

জেলার খবর

বনফুল পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৪

বনফুল পরিবহনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মো. মারুফ হোসেন তালুকদার। ছবি: সাম্প্রতিক দেশকাল

পিরোজপুরের ইন্দুরকানীতে বনফুল পরিবহনের ধাক্কায় মো. মারুফ হোসেন তালুকদার (২৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার উমেদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মারুফ টগড়া গ্রামের মৃত আ. সালাম তালুকদারের ছোট ছেলে। তিনি টাইলসের ব্যবসা করতেন। 

জানাগেছে, মারুফ সকালে মোটরসাইকেলে ব্যবসার কাজে পাড়েরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে উমেদপুর ব্রীজের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়ীয়াগামী বনফুল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বনফুল পরিবহনের চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫