Logo
×

Follow Us

জেলার খবর

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

সিরাজদীখান থানা। ছবি: সংগৃহীত

ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে সিরাজদীখান থানা পুলিশ।

গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায়  অভিযান পরিচালনা করে ৮ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার মো. শাকিল (২৩), হৃদয় হাওলাদার (২৪), চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের শখিপুর উপজেলার নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার সাদ্দাম বিশ্বাস (৩৯)।

এ সময় তাদের তল্লাশি করে দেশীয় অস্ত্র ২ চাইনিজ কুড়াল, ৩টি দা, ৫টি লোহার রড ও  নীল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন একটি পিকআপ উদ্ধার করা হয় ।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত ডাকাতের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মামলা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫