‘বরিশালে শেখ হাসিনার জনসভায় ১০ লাখ লোকের সমাগম ঘটবে’

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ। ছবি: প্রতিনিধি
আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তিনি। এ জনসভায় বরিশাল বিভাগ থেকে ১০ লাখ মানুষের জনসমাগম ঘটবে বলে আশাবাদী আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।
আজ বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বরিশাল সার্কিট হাউজে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা শেষে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় আবুল হাসানাত আবদুল্লাহ ছাড়াও পানিসম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী ২৯ ডিসেম্বর বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। এ জনসভায় দক্ষিণাঞ্চলের ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এ বিষয়ে আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করছি।
অপরদিকে, ‘পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘আগামী শনিবার বরিশালের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে বসে কীভাবে কি কার্যক্রম গ্রহণ করবো সে বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিবো।
তিনি বলেন, ‘আমাদের এই সরকারের আমলে দক্ষিণাঞ্চলে কি কি উন্নয়ন হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী যেমন কথা বলবেন, তেমনি নৌকার প্রার্থিদের জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন; এটাই প্রধানমন্ত্রীর মূখ্য উদ্দেশ্য।