গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার দুই

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯

গ্রেপ্তারকৃত আব্দুল জলিল ইসলাম জনি। ছবি: গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকা ৭ বছরের শিশু জান্নাতকে ধর্ষণের পর হত্যা ও পিতার সহায়তায় লাশ গুম করার ঘটনায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে জিএমপি পূর্ব থানায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম ।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের কামারখন্দ থানার দশসিকা এলাকার আব্দুল মান্নানের মেয়ে জান্নাত তার মায়ের সাথে টঙ্গীর শিলমুন এলাকায় খালার বাসায় ২০ দিন আগে বেড়াতে আসে। গত ১৭ ডিসেম্বর তার খালাত ভাই আব্দুল জলিল ইসলাম জনি (১৫) চিপস কিনে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে। জান্নাত ধর্ষণের বিষয়টি অন্যদের কাছে বলে দেয়ার কথা জানালে ক্ষিপ্ত হয় জলিল। দুইজনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে জান্নাতকে শ্বাসরোধে হত্যা করে জলিল। বিষয়টি বাবা মো. ফরজুলকে জানায় জলিল। ঘটনাটি গোপন রাখার পরামর্শ দিয়ে দুইজনে মিলে লাশটি বালু দিয়ে চাপা দেয় তারা।
শিশু জান্নাত নিঁখোঁজ হওয়ার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ১৮ ডিসেম্বর একটি সাধারণ ডাইয়েরী করে তার পরিবার। পুলিশ এঘটনায় আব্দুল জলিল ও তার বাবা ফরজুলকে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) নিবির জিজ্ঞাবাদ করলে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। পরে তাদের দেয়া তথ্য মতে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় । শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় পিতা ফরজুল ও ছেলে আব্দুলকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে জিএমপি টঙ্গীপুর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
জিএমপি উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।