রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগ

পুঠিয়া প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ২২:৫৮

রাজশাহী জেলার মানচিত্র। ফাইল ছবি
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে তার সমর্থকরা নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়।
বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
অভিযুক্ত আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায়নি।
দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।